স্মার্ট জাতীয়
পরিচয়পত্র একটি অত্যাধুনিক আন্তর্জাতিক মানসম্পন্ন পরিচয়পত্র ,যা নিশ্চিত করবে নাগরিকের
পরিচয় ও সকল নাগরিক সুবিধা। জাতীয় পরিচয়পত্র (NID)-এর ডিজিটাল স্মার্ট কার্ড হবে ১০
ডিজিটের।এর মধ্যে মূলত ৯ ডিজিট র্যানডম তৈরি
হবে এবং শেষের একটি ডিজিট চেকসাম হিসেবে ব্যবহৃত হবে। কোন NID নম্বরের প্রথমে ০ (শূন্য)
থাকবে না। একই ডিজিট চার বা ততোধিকবার থাকবে না। ৩ টি একই ডিজিট পরপর একবারের বেশি
ব্যবহার করা হবে না । ক্রমানুসারে কোন NID তৈরি হবে না। স্বামী-স্ত্রী নাম উল্লেখ থাকলেও
উন্নতমানের ডিজিটাল কার্ডের (স্মার্টকার্ড) উপরের অংশে স্বামী-স্ত্রীর নাম থাকবে না
। তবে কার্ডের মাইক্রোচিপসে ভোটারের ে তথ্য দেয়া থাকবে। কারন স্বামী বা স্ত্রী পরিবর্তনযোগ্য।
এ জন্য উন্নতমানের স্মার্টকার্ড একজন ভোটারের নাম , পিতা ও মাতার নাম দৃশ্যমান রাখা
হবে।
যে কারনে প্রয়োজন
-সেবা গ্রহন ও
প্রদানে সঠিক নাগরিক সনাক্তকরন
- সঠিক ব্যক্তির
সঠিক সেবা প্রাপ্তি নিশ্চিত করা
- আঙ্গুলের ছাপের মাধ্যমে অফলাইন ভেরিফিকেশন সুবিধা
বৈশিষ্ট্য
-৩ স্তরে ২৫ টির
অধিক নিরাপত্তা বৈশিষ্ট্য
-দীর্ঘস্থায়ী
ও টেকসই
- সহজে নকল করা
সম্ভব নয়
-বিভিন্ন ধরনের
অ্যাপ্লিকেশন(App) চালান সম্ভব
-চিপ ,২ টি বারকোড,মেশিন
রিডেবল জোন (MRZ)
-নাগরিকের সকল
তথ্য চিপ-এ সংরক্ষণ
উল্লেখযোগ্য ব্যবহার
প্রাথমিক ২৫টি
কাজে স্মার্ট জাতীয় পরিচয়পত্র ব্যবহারের কথা বলা হয়েছে।
এর মধ্যে উল্লেখযোগ্য
হলঃ-
-আয়কর সনাক্তকরন
নম্বর () প্রাপ্তি
-ড্রাইভিং লাইসেন্স
প্রাপ্তি ও নবায়ন
-পাসপোর্ট প্রাপ্তি
ও নবায়ন
-চাকুরের জন্য
আবেদন
-স্থাবর সম্পত্তি
ক্রয় ও বিক্রয়
-ব্যাংক হিসাব
খোলা ও ঋণ প্রাপ্তি
-সরকারি বিভিন্ন ভাতা উত্তলন
-সরকারি ভর্তুকি,সাহায্য,সহায়তা প্রাপ্তি
-শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি
-বিমান বন্দরে ই-গেট-এর মাধ্যমে আগমন ও
বহির্গমন সুবিধা
-শেয়ার আবেদন ও বিও অ্যাকাউন্ট খোলা
-ট্রেড লাইসেন্স প্রাপ্তি
-যানবাহন রেজিস্ট্রেশন
-বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন
-গ্যাস,পানি,বিদ্যুৎ সংযোগ গ্রহন
- মোবাইল ও টেলিফোনে সংযোগ গ্রহন
-বিভিন্ন ধরনের ই-টিকেটিং
-সিকিউরড ওয়েব লগ ইন
-ই-ফরম পূরণে নাগরিকের সঠিক ও নির্ভুল
তথ্য স্বয়ংক্রিয় ভাবে সংযোজন।
এছাড়া আরও বহুবিধ কাজে স্মার্ট পরিচয়পত্র
ব্যবহার করে সুবিধা পাওয়া যাবে।
স্মার্ট জাতীয় পরিচয়পত্র করে ,পরিচয় দিন
গর্বভরে।
আসুন সঠিক তথ্য দিয়ে নির্ভুল স্মার্ট
জাতীয় পরিচয়পত্র করে ডিজিটাল বাংলাদেশকে আরও সমৃদ্ধ করি ।