Friday, August 28, 2015

সি ল্যাঙ্গুয়েজ এর বই সমূহ


যারা সি ল্যাঙ্গুয়েজ শিখতে চান কিন্তু বুঝতে পারছেননা কিভাবে শুরু করবেন । আমার দেওয়া এই বই গুলো পরুনঃ বেসিক থেকে শুরু করার জন্য সুবিন ভাইয়ের বইটির তুলনা হয়না।এই বই পরলে সি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কিছুটা ধারনা চলে আসবে।এর পর সুবিন ভাইের টিউটোরিয়াল গুলো দেখলে ত কথাই নেই আমার মনে হয় সুবিন ভাইয়ের টিউটোরিয়াল গুলো সবথেকে সহজ। সি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কিছুটা ধারনা চলে আসলে একটি ইংলিশ বই পরা শুরু করতে হবে।কারন সি ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ ইংরেজি ভাষায় তাই ইংলিশ পরতেই হবে।এর জন্য ভাল একটি বই হল ANSI C written by E.Balagurusamy এই বইটিতে সহজ ভাবে সি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। সি ল্যাঙ্গুয়েজ নিয়ে পুরোপুরি জানতে পরতে হবে C THE COMPLETE REFERENCE written by Herbert Schildt .সি ল্যাঙ্গুয়েজ শেখার শেষ পর্যায়ে C Language For Dummies বইটি পড়ে নিলে সি ল্যাঙ্গুয়েজ নিয়ে একটি পরিপূর্ণ ধারনা হয়ে যাবে।
Share:

Copyright © 3D funs | Powered by Blogger
Design by SimpleWpThemes | Blogger Theme by NewBloggerThemes.com